Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী-

খাল ও নদী

 

আদমপুর ইউনিয়নের মধ্যে প্রবাহিত খাল ও নদীর তালিকা"

মেঘন নদী বিষেশ অংশ আমাদের আদমপুর ইউনিয়নের ভূ-সিমানায় প্রবাহিত হয়েছে। যে নদী আমাদের গ্রামের কৃষকগণের মায়ের মত ভালবাসা দিয়ে রয়েছে,যেমন সূ-মৌসুমে ( কৃষি মৌসুম ) পানির সকল ব্যবস্থা এই নদী হইয়ে আমরা ( আমাদের গ্রামের কৃষক ) পেয়ে থাকি। যদি এই নদী আমাদের ইউনিয়নের মধ্যদিয়ে প্রভাহিত না হইত তা হলে এই ইউনিয়নের ফসল উৎপাদনের অনেক ব্যহত অর্থাৎ খরছের পরিমাণ অনেক বেড়ে যেত এবং ফসল ও কম উৎপন্ন হত । তাছাড়া লঞ্চ ও নৌকায় চড়ে মালামাল যাত্রী ইত্যাদি বহন করে যার মূল অর্থ হল খরচ অনেক কম ।

"খাল"

১। লোদার খাল

২। গোবিন্দপুর এর খাল

৩। কাইতার খাল

আরও অনেক ছোট-ছোট খাল রয়েছে